টাইগারদের হারাতে ‘অন্যরকম’ পরিকল্পনায় নেদারল্যান্ডস

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে টাইগাররা। কিন্তু পরের চার ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। টানা চার হারে মানসিকভাবে বিধ্বস্ত টাইগাররা। বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি চাইছেন ক্রিকেটাররা। 

এ জন্য আজকের ম্যাচে জয় চাই। অন্যদিকে, শক্তিমত্তায় আহামরি দল নয় নেদারল্যান্ডস। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯০ রানে গুটিয়ে গেছে। অবশ্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ইউরোপীয় দলটি। তাই সতর্ক বাংলাদেশ। ‘প্রিন্স অব জয়’খ্যাত কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তবে সাকিব আল হাসানদের জন্য ম্যাচটি কঠিন হতে পারে সাবেক কোচের জন্য। 

দক্ষিণ আফ্রিকার রায়ান কুক বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে নেদারল্যান্ডস দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন তিনি। কুকের অভিজ্ঞতা পুঁজি করে বাংলাদেশকে হারানোর ছক আঁকছেন বলে জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। 

 ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেন, ‘সে (কুক) বাংলাদেশের কোচ ছিল, অবশ্যই এটা আমাদের সহায়তা করছে। সে বাংলাদেশের সাথে অনেক দিন কাজ করেছে। অনেককে ব্যক্তিগতভাবে চেনে। এই দল সম্পর্কে যা জানে সেসব আমাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছে।’ তবে কুক যখন বাংলাদেশের কোচ ছিলেন, তখনো জাতীয় দলে অভিষেক হয়নি তানজিদ তামিম, তাওহিদ হৃদয়দের। তাইতো বাংলাদেশের অনেক ক্রিকেটার সম্পর্কে খুব ভালো ধারণা নেই কুকের। 

এডওয়ার্ডস চান নিজেদের ধারার ক্রিকেট খেলতে। এডওয়ার্ডস বলছিলেন, অনেক খেলোয়াড় নতুন। অনেক পরিবর্তন এসেছে দলে। আমাদের নিজেদের স্কিল কাজে লাগাতে হবে। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে অনেক গর্বিত।
নবীনতর পূর্বতন
Magspot Blogger Template
Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال