নিউজিল্যান্ড শিবিরে তাণ্ডব চালাচ্ছে অজিরা

বিশ্বকাপের মঞ্চে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। 

আর নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ব্যাট হাতে নেমেই শুরু থেকে চড়াও হতে থাকেন ওয়ার্নার ও হেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। 

 মাঠের চারদিকে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ম্যাচের সপ্তম ওভারে চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন ওয়ার্নার। ফিফটির পর আরও চড়াও হয়ে উঠেছে তার ব্যাট। অন্যপ্রান্তে টর্নেডো বইয়ে ফিফটি তুলে নিয়েছেন হেডও। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭ ওভারে বিনা উইকেটে ১৫৮ রান। ৫৯ বলে ৭৭ রানে অপরাজিত আছেন ওয়ার্নার। হেডের রান ৪৬ বলে ৭৭।
নবীনতর পূর্বতন
Magspot Blogger Template
Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال