চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নাচ গানে বসন্ত বন্দনা

 

চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নাচ গানে বসন্ত বন্দনা

বসন্তকে বরণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বসন্ত উৎসব ‘ফাগুন সম্ভাষণ’ এর  আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে বসন্তের আমেজ ছড়িয়ে দিতে বুদ্ধিজীবী চত্বরে নানা সাজে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী উদ্‌যাপিত হয় এই আয়োজন।





বৃহস্পতিবার সকাল ১১ টায় ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বিকাল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গান, নৃত্য পরিবেশনা, একক নৃত্য, স্ট্যান্ডআপ কমেডি,  শ্রুতি নাটক, মাইম, কোরাস নিয়ে সাজানো হয়  ‘এসেছে বসন্ত, রাঙ্গিলো ধরা, হারানো শৈশবে শিক্ষা পাড়া’।   

সরোবর, পঞ্চকোষের পিঠা পুরাণ, ফাগুন সমীকরণে, বসন্তের বর্ণিল পিঠা, শেষ অয়া গেল, বসন্তের পিঠার ঝুড়ি, পিঠান্বেষণসহ নানা রকমের শতাধিক পিঠাপুলির ব্যবস্থা ছিল।  

স্টলে ঘুরতে আসা রসায়ন বিভাগের শিক্ষার্থী শরিফ হোসাইন বলেন, আইইআরের উৎসবে সমস্ত ক্যাম্পাসে সাড়া ফেলেছে। ক্লাস শেষ করেই বন্ধুদের নিয়ে ঘুরতে চলে এসেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানটা বেশি উপভোগ করছি। পিঠাও খেয়েছি অনেকগুলো। এমন আয়োজন সাংস্কৃতিক বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে।

ইনস্টিটিউটের শিক্ষক কবির হোসেন বলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ব্যতিক্রমী শিক্ষার প্রাঙ্গণ। এখানে যেমন পড়াশোনায় জোর দেওয়া হয় তেমনি সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আইইআরের শিক্ষার্থীরা বিতর্ক উৎসব, ফাগুন উৎসব, পিঠা উৎসবের আয়োজন করে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ত করতে ভূমিকা রাখে।

নবীনতর পূর্বতন
Magspot Blogger Template
Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال