কাজাখস্তানে ছয় মাস ধরে বাতাসে মিশেছে মিথেন গ্যাস

 

কাজাখস্তানে ছয় মাস ধরে বাতাসে মিশেছে মিথেন গ্যাস

কাজাখস্তানের প্রত্যন্ত অঞ্চলের একটি কূপ থেকে বিশাল পরিমাণে মিথেন গ্যাস লিক হয়ে বাতাসে মিশেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ছয় মাস ধরে মিথেন গ্যাস লিক হয়ে বাতাসে মিশেছে। ঘটনাটি বিশ্বে মিথেন গ্যাস লিক হয়ে বাতাসে ছড়িয়ে পড়ার সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি বলে ধারণা করা হচ্ছে। মিথেন কার্বন ডাই-অক্সাইডের চেয়ে অনেক বেশি ক্ষতিকর।


বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত বছর ওই ছয় মাসে এক লাখ ২৭ হাজার টন মিথেন গ্যাস বাতাসে মিশেছে। দক্ষিণ-পশ্চিম কাজাখস্তানের মানগিসতাও অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খোঁজে একটি কূপে খনন করার সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৯ জুন এবং আগুন বছরের শেষ নাগাদ জ্বলতে থাকে। এরপর সেই বছরের ২৫ ডিসেম্বর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
নবীনতর পূর্বতন
Magspot Blogger Template
Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال